শিরোনাম
◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৬৪০ গ্রাম হেরোইনসহ দুই আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রেফতার

​ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ​রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ দুই আন্তঃজেলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

​গত ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর মধ্যপাড়ার মোঃ আসারুল রনি (২১) এবং সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ রেলকলোনীর মোছাঃ জাহানারা (৫০)।

​র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার সকালে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল।

​র‍্যাব জানায়, সিরাজগঞ্জের বাসিন্দা জাহানারা বেগম (৫০) বেশ কয়েকবার ট্রেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। অন্যদিকে, গোদাগাড়ীর দুর্গম চরাঞ্চলের বাসিন্দা আসারুল রনি (২১) আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগমের কাছে সরবরাহ করত।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, জাহানারা বেগম আগের ধারাবাহিকতায় সেদিনও সিরাজগঞ্জ থেকে হেরোইন ডেলিভারি নিতে ট্রেনযোগে রাজশাহীতে আসে। পরে গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারের সময় রনির কাছে থাকা একটি নষ্ট প্রিন্টারের বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়