খাগড়াছড়ির দীঘিনালায় একটি বেইলি সেতুর পাটাতন খুলে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সেতুর পাটাতন খুলে পড়ায় লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিকল্প পথে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানা, সকালে মালবাহী একটি কাভার্ড ভ্যান বেতছড়ি সেতুর পার হচ্ছিল। এসময় হঠাৎ সেতুর পাটাতন খুলে পড়ে। এতে কাভার্ড ভ্যানটি সেখানে আটকা পড়ে। পরে সেটিকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকটি পাটাতন খুলে পড়ে। এতে ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান বলেন, পাটাতন খুলে পড়ায় লংগদুর সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ করেছে। দ্রুত মেরামত শেষে যান চলাচল স্বাভাবিক হবে। সূত্র: ইত্তেফাক