শিরোনাম
◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মামলার পলাতক আসামী গ্রেফতার

হত্যা এবং ডাকাতিসহ ০৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নিজাম উদ্দিন প্রকাশ আজিম'কে ফেনী সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মামলা নং ৩১, তারিখ ১৪ জুলাই ২০১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন বালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম (৩৬), পিতা-জালাল আহম্মদ প্রকাশ হুনা মিয়া, সাং-মধ্যম কহদি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় হত্যা, ডাকাতি এবং ছিনতাই সংক্রান্তে ০৪টি  মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়