হত্যা এবং ডাকাতিসহ ০৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নিজাম উদ্দিন প্রকাশ আজিম'কে ফেনী সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মামলা নং ৩১, তারিখ ১৪ জুলাই ২০১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন বালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম (৩৬), পিতা-জালাল আহম্মদ প্রকাশ হুনা মিয়া, সাং-মধ্যম কহদি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ আজিম এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় হত্যা, ডাকাতি এবং ছিনতাই সংক্রান্তে ০৪টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।