শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্বামীর চাকুর আঘাতে প্রাণ গেল স্ত্রীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর চাকুর আঘাতে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম লিপি বেগম (৪৫)। ঘটনার পর থেকেই তার স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) পলাতক রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে শফিকুল ইসলাম চাকু দিয়ে লিপি বেগমের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সর্বশেষ পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা অভিযোগ করেন।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ হাসপাতলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়