শিরোনাম
◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভেজাল সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার এলাকায় ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানে “আয়েশা ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১৯ বস্তা (৫০ কেজি করে) ভেজাল সার জব্দ করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করে ভেজাল সার বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খানসহ  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়