শিরোনাম
◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান ◈ ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভেজাল সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার এলাকায় ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানে “আয়েশা ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১৯ বস্তা (৫০ কেজি করে) ভেজাল সার জব্দ করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করে ভেজাল সার বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খানসহ  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়