শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় সমাবেশে জামায়াত নেতা শাহজাহান

“শেখ হাসিনাকে বিচার করে ফাঁসিতে ঝোলানোর পরই নির্বাচন চাই”

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচন চায়, তেমনি জামায়াতও নির্বাচন চায়। তবে মানবতাবিরোধী অপরাধে যেমন জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, একই অপরাধে শেখ হাসিনাকেও বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে। তারপরই নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার ওপর হামলাসহ দেশের প্রতিটি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে—সিইসি’র এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? পাঁচ বছরের আগে নির্বাচন কি সংবিধানে আছে? আওয়ামী লীগের পাঁচ বছর শেষ না হলে সিইসি পদে নিয়োগই বা হলো কিভাবে?”

পিআর পদ্ধতির বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্বের ৮৫টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। যারা এটি বোঝে না, তাদের রাজনীতি ছেড়ে দেয়া উচিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক ক্ষমতা, লুটপাট ও স্বৈরাচারী শাসনের সুযোগ থাকবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন চান্দিনা আসনের পরিচালক আব্দুল বারী। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আলমগীর সরকার, সাইফুল ইসলাম শহিদ, অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মুফতি আমিনুল ইসলাম, অধ্যাপক একেএম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারি আব্দুল আহাদ ও পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়