শিরোনাম
◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় সংগঠিত দুর্ধর্ষ ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে পুলিশ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ মুহাম্মদ শাকুর। তিনি বলেন, গত ১৪ জুলাই রাত ২টা থেকে ৩টার মধ্যে কলাপাড়া থানার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের এক বাড়িতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে।

ছয়-সাতজনের একটি ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও একটি স্যামসাং Galaxy A13 মোবাইল ফোন লুট করে। এ সময় তারা পরিবারের সদস্যদের বেঁধে বাড়ির মালিকের আমেরিকান নাগরিক স্ত্রীকে অন্য কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তরিকুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে  তিন আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামিরা হলেন  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার বাসিন্দা  মো. কাওসার (২৪), কলাপাড়া পৌর শহরের বাসিন্দ আশিষ গাইন এবং  পার্শ্ববর্তী বরগুনা জেলার বামনা থানার বাসিন্দা  মো. শওকত আহমেদ রিপন।

আদালতে তারা শিক্ষারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে ডিবির ওসি মো. জসিম উদ্দিন ও কলাপাড়া থানার ওসি মো. জুয়েল সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়