শিরোনাম
◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

‎সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচৌকি এলাকার মৃত কলিমুদ্দিন শেখের  ছেলে।

‎আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক দ্রব্য রেখে বিক্রি করতেন শাহার আলী সাদ্দাম। এমন গোপন খবরে ২০২০ সালের ১৩ অক্টোবর অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে হাতীবান্ধা থানার তৎকালিন উপ পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন। এ ঘটনায় ওই দিন হাতীবান্ধা থানায় শাহার আলী সাদ্দাম ও পলাতক তার সহযোগী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

‎এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে শাহার আলী সাদ্দাম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পত্র  দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীর উপস্থিতিতে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপর আর একটি ধারায় তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়। অপর আসামী জাহাঙ্গীর আলম এ মামলার সকল দায় থেকে বেকসুর খালাস পেয়েছেন।

‎লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়