শিরোনাম
◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে থাকা লক্ষ্মীপুরের বিভিন্ন সড়ক সংস্কার না করায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। 
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপদ অফিসের সামনে সর্বস্তরের মানুষ এ-উপলক্ষ্যে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। 

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তা গুলো খানাখন্দকে বেহাল দশায় পড়ে রয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কয়েক দফায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে অবগত করলেও কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই গায়েবানা জানযার আয়োজন করা হয়েছে। অতিসত্ত্বর কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান বক্তারা। 

এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে গিয়ে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়