শিরোনাম
◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১২:৫৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

শামসেদ হিরু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরু (৪৫) মারা গেছেন। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না। সূত্র: আজকের প্রত্রিকা

পুলিশের দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে। হিরু উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মো. শুক্কুর মেম্বারের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা থাকার কারণে তিনি রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী এক আত্মীয়ের কাচারিঘরে থাকতেন।

প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, হিরু রশিতে ঝুলে রয়েছেন। পরে দরজা ভেঙে দেখতে পান, তাঁর বুকে রক্তও রয়েছে।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি তাঁরা নিচে নামিয়ে ফেলেন। লাশটি ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর বিকেলে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে কোনো কিছু বলা যাচ্ছে না।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের এ নেতা তাঁর (শামসেদ হিরু) ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়।’ তাঁর এই ফেসবুক পোস্টে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, তা নিয়েও নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়