শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।
জানাগেছে, ১০ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্ত বিরল উপজেলার এনায়েতপুর বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকা সীমান্ত পিলার ৩২২/৬ এস বরাবর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। এসময় টহলরত বোর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যাছাই করে আটক সবার পরিচয় তারা সকলে বাংলাদেশী নাগরিক বলে প্রমান মিলেছে।

আটককৃতরা হলেন, মোঃ খাইরুল ইসলাম (৪৪), পিতা-আব্দুল আজিজ, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ হাসিনা বেগম (৪০), পিতা-মুজিবর, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ খোদেজা (১২), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাসান (১০), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিব (০৮), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিল (০৭), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ মাসুদ (০৪) পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ আব্দুল্লাহ (০৩), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাকিম (০৪মাস), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শাহানুর ইসলাম (২৪), পিতা- কাশেম আলী, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ কোহিনুর (১৭), পিতা-কছর উদ্দীন, গ্রাম-আন্ধারীঝাড়, পোষ্ট-আন্ধারীঝাড়, থানা-ভুরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম, শাকিল ইসলাম (০৭), পিতা-মোঃ শাহানুর ইসলাম, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম, মোঃ রোহান ইসলাম (০৪), পিতা-মোঃ শাহানুর ইসলাম, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম। তারা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গত ১০-১৫ বছর আগে কাজের সন্ধানে ভারতের হরিয়ানা এবং দিল্লিতে যায়।  

গত ৮-১০ দিন আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে গত ৯ জুন সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং ১০ জুন ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান ছিল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়