শিরোনাম
◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ 

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৩৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।
জানাগেছে, ১০ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্ত বিরল উপজেলার এনায়েতপুর বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকা সীমান্ত পিলার ৩২২/৬ এস বরাবর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। এসময় টহলরত বোর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যাছাই করে আটক সবার পরিচয় তারা সকলে বাংলাদেশী নাগরিক বলে প্রমান মিলেছে।

আটককৃতরা হলেন, মোঃ খাইরুল ইসলাম (৪৪), পিতা-আব্দুল আজিজ, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ হাসিনা বেগম (৪০), পিতা-মুজিবর, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ খোদেজা (১২), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাসান (১০), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিব (০৮), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিল (০৭), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ মাসুদ (০৪) পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ আব্দুল্লাহ (০৩), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাকিম (০৪মাস), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শাহানুর ইসলাম (২৪), পিতা- কাশেম আলী, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ কোহিনুর (১৭), পিতা-কছর উদ্দীন, গ্রাম-আন্ধারীঝাড়, পোষ্ট-আন্ধারীঝাড়, থানা-ভুরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম, শাকিল ইসলাম (০৭), পিতা-মোঃ শাহানুর ইসলাম, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম, মোঃ রোহান ইসলাম (০৪), পিতা-মোঃ শাহানুর ইসলাম, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম। তারা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গত ১০-১৫ বছর আগে কাজের সন্ধানে ভারতের হরিয়ানা এবং দিল্লিতে যায়।  

গত ৮-১০ দিন আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে গত ৯ জুন সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং ১০ জুন ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান ছিল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়