শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৩৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।
জানাগেছে, ১০ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্ত বিরল উপজেলার এনায়েতপুর বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকা সীমান্ত পিলার ৩২২/৬ এস বরাবর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। এসময় টহলরত বোর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যাছাই করে আটক সবার পরিচয় তারা সকলে বাংলাদেশী নাগরিক বলে প্রমান মিলেছে।

আটককৃতরা হলেন, মোঃ খাইরুল ইসলাম (৪৪), পিতা-আব্দুল আজিজ, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ হাসিনা বেগম (৪০), পিতা-মুজিবর, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ খোদেজা (১২), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাসান (১০), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিব (০৮), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিল (০৭), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ মাসুদ (০৪) পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ আব্দুল্লাহ (০৩), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাকিম (০৪মাস), পিতা-খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া-থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শাহানুর ইসলাম (২৪), পিতা- কাশেম আলী, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ কোহিনুর (১৭), পিতা-কছর উদ্দীন, গ্রাম-আন্ধারীঝাড়, পোষ্ট-আন্ধারীঝাড়, থানা-ভুরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম, শাকিল ইসলাম (০৭), পিতা-মোঃ শাহানুর ইসলাম, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম, মোঃ রোহান ইসলাম (০৪), পিতা-মোঃ শাহানুর ইসলাম, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগরা, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম। তারা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গত ১০-১৫ বছর আগে কাজের সন্ধানে ভারতের হরিয়ানা এবং দিল্লিতে যায়।  

গত ৮-১০ দিন আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে গত ৯ জুন সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং ১০ জুন ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান ছিল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়