শিরোনাম
◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে উত্তাল নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি : দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশের মধ্যদিয়ে উত্তাল হয়ে ওঠেছে নোয়াখালী।

বুধবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশের আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। এরআগে চলতি সপ্তাহজুড়ে জেলা শহর মাইজদীসহ জেলার প্রত্যেক উপজেলা শহরে নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং বিচারের দাবি বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতা, সামাজিক-স্বেচ্ছাসেবী ও সংস্কৃতি সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এসএইচবিও’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশে নারী অধিকার জোট, ছাত্র সমন্বয়ক, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম লাইট অব হেল্প সেন্টার, চৌমুহনী বাড ফাউন্ডেশন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক বাড ফাউন্ডেশন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যান সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি বøাড অর্গানাইজেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র পরিচালক ফাহিদা সুলতানা, নারী অধিকার জোট নোয়াখালীর সাবেক সভাপতি লাইলা পারভীন, ছাত্র সমন্বয়ক ইয়াছিন আরাফাত, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী বøাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই সুজন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশনের সভাপতি ফখরুল ইসলাম নীরব, আলোর দিগন্ত মানবকল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল হাকিম, মানবিক বøাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির হোছাইন রাহাত প্রমূখ বক্তব্য রাখেন। 

মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, সারাদেশেই যেন ধর্ষকে ছেয়ে গেছে। নারী ও শিশুরা আজ ঘরে-বাহিরে কোথাও নিরাপদ নয়। তাই ধর্ষণ এবং নারী-শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য দ্রæত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহŸান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়