শিরোনাম
◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে উত্তাল নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি : দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশের মধ্যদিয়ে উত্তাল হয়ে ওঠেছে নোয়াখালী।

বুধবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশের আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। এরআগে চলতি সপ্তাহজুড়ে জেলা শহর মাইজদীসহ জেলার প্রত্যেক উপজেলা শহরে নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং বিচারের দাবি বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতা, সামাজিক-স্বেচ্ছাসেবী ও সংস্কৃতি সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এসএইচবিও’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ, মাববন্ধন ও সমাবেশে নারী অধিকার জোট, ছাত্র সমন্বয়ক, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম লাইট অব হেল্প সেন্টার, চৌমুহনী বাড ফাউন্ডেশন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক বাড ফাউন্ডেশন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যান সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি বøাড অর্গানাইজেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এ সময় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র পরিচালক ফাহিদা সুলতানা, নারী অধিকার জোট নোয়াখালীর সাবেক সভাপতি লাইলা পারভীন, ছাত্র সমন্বয়ক ইয়াছিন আরাফাত, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী বøাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই সুজন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশনের সভাপতি ফখরুল ইসলাম নীরব, আলোর দিগন্ত মানবকল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল হাকিম, মানবিক বøাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির হোছাইন রাহাত প্রমূখ বক্তব্য রাখেন। 

মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, সারাদেশেই যেন ধর্ষকে ছেয়ে গেছে। নারী ও শিশুরা আজ ঘরে-বাহিরে কোথাও নিরাপদ নয়। তাই ধর্ষণ এবং নারী-শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য দ্রæত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহŸান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়