শিরোনাম
◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৫২ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিল্ডিংয়ের কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামে এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান। 

এর আগে বুধবার (০৮ জানুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের মৃত চিকিৎসক জালাল উদ্দিনের বাড়ির দোতলা থেকে তাঁর মরদেহটি স্থানীয়রা খুঁজে বের করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত ওহাব মাতব্বরের বাড়ি পাশ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিলেন। 

এ নিয়ে জেলায় এক সপ্তাহে খুন হওয়া চারজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল বলেন, ওই গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝে মধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন। 

তিনি আরো জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতব্বরের মরদেহ দ্বিতীয় তলার বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমি সহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কি কারণে হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়