সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা ডাঙ্গী ইউনিয়নের শংকর পাশা গ্রামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় পুলিশ ও ফরিদপুর সিআইডি ক্রাইমস টিম ঘটনা স্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশের পরিচয় শনাক্ত করেন। নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল ও সিআইডির তদন্তকারি এসআই দীপংকর বলেন লাশের পরিচয় সনাক্ত করা গেছে তার নাম বেলাল গাজী(৮৩)পিতা- মৃত শহর আলী গাজী, মাতা- সাইমুন বিবি,গ্রাম- পশ্চিম লক্ষী খোলা, থানা- পাইকগাছা, জেলা - খুলনা। তার এনআইডি নাম্বার 7750371929।
স্থানীয় সূত্রে জানা যায় ১০ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে শংকর পাশা গ্রামের লতিফ মন্ডলের ভ্যান গাড়ি চুরি করার ইসুতে লোকজনের সরগরম হয় সে সময় গণ পিটানির শিকার হয়। সকালে স্হানীয় লোকজন লাশ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, লাশ পড়ে থাকার বিষয় স্হানীয়রা জানালে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :