শিরোনাম
◈ বিদেশে জব্দকৃত সম্পদ ফেরাতে আইনগত সিদ্ধান্তের পথে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে নতুন প্রস্তাব পশ্চিমা তিন দেশের ◈ নতুন করে বাড়ছে করোনা-আতঙ্ক: বিশেষ ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা ◈ নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ইসরায়েলের প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত লেখা ছিল কুরআনে (ভিডিও) ◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন!

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল্লাপুর রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার টংগী ও উত্তরার সংযোগ স্থল আব্দুল্লাহপুরে সড়কের বেহাল দশা। ঈদে ঘর মুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়  রাস্তাটা।খাদা খন্দকে ভরা রাস্তাটা সামান্য বৃষ্টি হলেই মৃত্যু কুপে পরিণত হয়। আর প্রায় সময়ই রাস্তাটার মধ্যে যানজট লেগেই থাকে।

কারণ হিসেবে দেখা যায় যত্রতত্র পানি জমে থাকার কারণে গাড়িগুলো ভালো রাস্তা খুঁজতে গিয়ে সারিবদ্ধভাবে ধীরগতি অবলম্বন করেন। পায়ে হাঁটা পথচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন কেননা গাড়ির চাকার সাথে ময়লা পানি গুলো ছিটকে সে জামা কাপড় নষ্ট করেন।

রহিম মিয়া নামের একজন পথচারী বলেন টঙ্গী বাজার এসেছিলাম বাজার করতে হঠাৎ করে একটি যাত্রীবাহী গাড়ি গর্তের ভিতর পড়ে এমনভাবে পানি ছিটিয়ে দিলেন রীতিমতো গোসল করার দশা। এছাড়াও কথা হয় ময়মনসিংহ থেকে আগত আলম এশিয়ার একজন সাথে তিনি বলেন কি করব ভাই সামনে কিছুই দেখতে পাচ্ছি না উঁচু নিচু না সমান্তরাল রাস্তা কিছুই বুঝার উপায় নেই।

অপরদিকে ট্রাফিক পুলিশ দিচ্ছেন তাড়া তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। রূপায়ণ তোর না দেখে চোখ বন্ধ করে শুধু গাড়ি টানছি।গাড়িতে বসা অনেক যাত্রী বলেন সামান্য এইটুকু রাস্তা মেরামত করে দিলে কি এমন সমস্যা হয়। এ বিষয়ে সড়কের জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

কারণ তার মুঠোফোন কল করেও ওই প্রান্ত থেকে কেউ হ্যালোই বলেননি। আব্দুল্লাহপুরের ট্রাফিক বক্স থেকে নাম প্রকাশে অনিচ্ছু একজন টিয়াই বলেন সড়কের জনপদ বিভাগ যদি এই সামান্য রাস্তা টুকু মেরামত করে দিতেন তাহলে যানজট অনেকটাই কমে যেত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়