শিরোনাম
◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল্লাপুর রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার টংগী ও উত্তরার সংযোগ স্থল আব্দুল্লাহপুরে সড়কের বেহাল দশা। ঈদে ঘর মুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়  রাস্তাটা।খাদা খন্দকে ভরা রাস্তাটা সামান্য বৃষ্টি হলেই মৃত্যু কুপে পরিণত হয়। আর প্রায় সময়ই রাস্তাটার মধ্যে যানজট লেগেই থাকে।

কারণ হিসেবে দেখা যায় যত্রতত্র পানি জমে থাকার কারণে গাড়িগুলো ভালো রাস্তা খুঁজতে গিয়ে সারিবদ্ধভাবে ধীরগতি অবলম্বন করেন। পায়ে হাঁটা পথচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন কেননা গাড়ির চাকার সাথে ময়লা পানি গুলো ছিটকে সে জামা কাপড় নষ্ট করেন।

রহিম মিয়া নামের একজন পথচারী বলেন টঙ্গী বাজার এসেছিলাম বাজার করতে হঠাৎ করে একটি যাত্রীবাহী গাড়ি গর্তের ভিতর পড়ে এমনভাবে পানি ছিটিয়ে দিলেন রীতিমতো গোসল করার দশা। এছাড়াও কথা হয় ময়মনসিংহ থেকে আগত আলম এশিয়ার একজন সাথে তিনি বলেন কি করব ভাই সামনে কিছুই দেখতে পাচ্ছি না উঁচু নিচু না সমান্তরাল রাস্তা কিছুই বুঝার উপায় নেই।

অপরদিকে ট্রাফিক পুলিশ দিচ্ছেন তাড়া তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। রূপায়ণ তোর না দেখে চোখ বন্ধ করে শুধু গাড়ি টানছি।গাড়িতে বসা অনেক যাত্রী বলেন সামান্য এইটুকু রাস্তা মেরামত করে দিলে কি এমন সমস্যা হয়। এ বিষয়ে সড়কের জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

কারণ তার মুঠোফোন কল করেও ওই প্রান্ত থেকে কেউ হ্যালোই বলেননি। আব্দুল্লাহপুরের ট্রাফিক বক্স থেকে নাম প্রকাশে অনিচ্ছু একজন টিয়াই বলেন সড়কের জনপদ বিভাগ যদি এই সামান্য রাস্তা টুকু মেরামত করে দিতেন তাহলে যানজট অনেকটাই কমে যেত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়