শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ‘মব’ সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টা, গ্রেপ্তার ৯

রাজধানীর উত্তরায় ‘মব’ সৃষ্টি করে হোটেল দখলের চেষ্টাকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল মিলিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকেরা হলেন—সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন শাওন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন আশিক (২৭), সাইফুল ইসলাম সাগর (২৭), জালাল খান (৩০) ও মো. আমির (২১)।

গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম।

মেজর আহনাফ বলেন, মিলিনা হোটেলের মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসার সূত্র ধরে শফিক মোল্লা ও তাঁর সহযোগীরা হোটেলটি দখল করতে মব সৃষ্টির চেষ্টা চালায়। ১০টি মোটরসাইকেলে ২৪ জন হোটেল দখল করতে আসে। র‍্যাবের গোয়েন্দা দল দেখতে পেয়ে দূর থেকে ছবি ও ভিডিও করে। যা দেখতে পেয়ে দখলকারীরা র‍্যাবের গোয়েন্দা দলকে ঘেরাও করে। পরে র‍্যাবের টহল দল ও উত্তরা পূর্ব থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন, দখলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের সরকারি কাজে বাধা দিয়ে হোটেলটি দখলের চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় মামলা দেওয়া হয়। সেই সঙ্গে গ্রেপ্তারদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মেজর আহনাফ বলেন, গ্রেপ্তার ৯ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে পূর্বেও মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মারধরসহ বিভিন্ন মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়