শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বিবাহিত, আমাকে আর ব্যাড বয় বলবেন না: সাব্বির

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেই আবির্ভাব হয়েছিল সাব্বির রহমান রুম্মনের। বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে বিগ হিটার হিসেবে তুলে ধরেন তিনি। কিন্তু বেপরোয়া জীবনযাপন আর শৃঙ্খলা ভঙের কারণে জাতীয় দলই নয়, ঘরোয়া ক্রিকেট থেকেও হারিয়ে যান ব্যাড বয় সাব্বির। বিয়ে করে সংসারি হয়ে ওঠা সাব্বির এখন নিজেকে 'ব্যাড বয়' মানতে নারাজ।

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। বিপিএলে নিজেকে মেলে ধরতে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই তারকা ব্যাটার।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘ব্যাড বয় বলে আসলে কোনো কথা নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না।’

সাব্বির বলেন, ‘আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি (ব্যাড বয়) যেন আর কখনো বলা না হয়। আমাকে যেন ভালো কিছু বলা হয়।’

নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন,‘অবশ্যই টার্গেট একটা আছে। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। বলে ফেললে অর্জন নাও হতে পারে, এ রকম একটা কুসংস্কার আমার কাছে আছে।’

সাব্বির যোগ করে বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ খেলতে চাচ্ছি। ম্যাচ বাই ম্যাচ শেষ করলে আমার কাছে ভালো একটা দিক হবে। দশটা ম্যাচ যেহেতু আমার আছে, ইনশা আল্লাহ যদি শেষ করতে পারি…। সেমিফাইনাল এবং ফাইনাল আছে, যদি শেষ করতে পারি, ওভারঅল ভালো একটা টার্গেট হবে আমার জন্য।’

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়