শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বিবাহিত, আমাকে আর ব্যাড বয় বলবেন না: সাব্বির

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবেই আবির্ভাব হয়েছিল সাব্বির রহমান রুম্মনের। বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে বিগ হিটার হিসেবে তুলে ধরেন তিনি। কিন্তু বেপরোয়া জীবনযাপন আর শৃঙ্খলা ভঙের কারণে জাতীয় দলই নয়, ঘরোয়া ক্রিকেট থেকেও হারিয়ে যান ব্যাড বয় সাব্বির। বিয়ে করে সংসারি হয়ে ওঠা সাব্বির এখন নিজেকে 'ব্যাড বয়' মানতে নারাজ।

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। বিপিএলে নিজেকে মেলে ধরতে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই তারকা ব্যাটার।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘ব্যাড বয় বলে আসলে কোনো কথা নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না।’

সাব্বির বলেন, ‘আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি (ব্যাড বয়) যেন আর কখনো বলা না হয়। আমাকে যেন ভালো কিছু বলা হয়।’

নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন,‘অবশ্যই টার্গেট একটা আছে। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। বলে ফেললে অর্জন নাও হতে পারে, এ রকম একটা কুসংস্কার আমার কাছে আছে।’

সাব্বির যোগ করে বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ খেলতে চাচ্ছি। ম্যাচ বাই ম্যাচ শেষ করলে আমার কাছে ভালো একটা দিক হবে। দশটা ম্যাচ যেহেতু আমার আছে, ইনশা আল্লাহ যদি শেষ করতে পারি…। সেমিফাইনাল এবং ফাইনাল আছে, যদি শেষ করতে পারি, ওভারঅল ভালো একটা টার্গেট হবে আমার জন্য।’

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়