রাশিদুল ইসলাম : [২] সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করেই কানাডার সঙ্গীত শিল্পী তার বিশ্ব ট্যুর বাতিল করে বলেছেন, তিনি নিজেও পেশীর তীব্র খিঁচুনি থেকে সেরে উঠেছেন। ইনস্টাগ্রামে তিনি আরো বলেন, স্বাস্থ্যগত কারণেই তাকে এসব শো’তে অংশ নিতে বাধা দিচ্ছে। সিএনএন
[৩] গত বছর অক্টোবরে ডায়ন তার ‘লাস ভেগাস রেসিডেন্সি’ শো বাতিল করেন। আর এবার তার বিশ্ব ট্যুর শুরু হওয়ার কথা ছিল আগামী ৯ মার্চ থেকে ১২ এপ্রিল। কিন্তু তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম এ ট্যুর বাতিলের পরামর্শ দিয়েছে।
[৪] ডায়ন বলেন চিকিৎসকরা আমার স্বাস্থ্য পরীক্ষার পর ভ্রমণে বিধি নিষেধ আরোপ করেছে। আর শো ঘিরে আরো অনেক প্রস্তুতি নিতে হয়, সেগুলো যাতে ভেস্তে না যায় তাই ট্যুর বাতিলের ঘোষণা দিচ্ছি।