শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আটঘরিয়ায় নৌকার মাঝি হলেন যারা

ইব্রাহীম খলীল: [২] পাবনার আটঘরিয়া পৌরসভার মেয়রসহ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাতে মনোনীতদের নাম চূড়ান্ত করে ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। আটঘরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র জনাব শহিদুল ইসলাম রতন।

[৩] নির্বাচনের জন্য নৌকা প্রতীকের মনোনয়ন পেতে পৌরসভা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন মনোনয়ন প্রত্যাশী।এদিকে মনোনয়ন ঘোষণার পর আটঘরিয়া পৌর এলাকায় রোববার (২১ নভেম্বর) দুপুরে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মী সমর্থকরা। প্রতিক্রিয়ায় শহিদুল ইসলাম রতন বলেন, ‘নির্বাচনে বিজয়ী হয়ে আটঘরিয়া পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।’

[৪] অপরদিকে, আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন, দেবোত্তর ইউনিয়নে মো. মোহাঈম্মিন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউনিয়নে প্রবীন রাজনীতিবীদ মো. মহসিন আলী মোল্লা, লক্ষীপুর ইউনিয়নে শেখ আনোয়ার ও মাজপাড়া ইউনিয়নে মো. ইন্তাজ আলী খান। চতুর্থধাপে আগামী ২৩ ডিসেম্বর আটঘরিয়া ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়