লিহান লিমা: [২] ফেসবুক বলেছে, নিউজ ফিডে একজন ব্যবহারকারী কি দেখতে চান তা নিয়ন্ত্রণে নতুন ফিচার আনতে যাচ্ছে তারা। পাবলিক রেডিও অব আর্মেনিয়া
[৩] এই ফিচার ব্যবহারকারকারীদের বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে কম পোস্ট এবং পরিবার ও বন্ধুদের থেকে বেশি পোস্ট ফিডে দেখানোর স্বাধীনতা দেবে।
[৪] সম্প্রতি মার্কিন কংগ্রেসে ব্যবহারকীদের স্বাধীনতা এবং তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ফেসবুক। তারা ফিল্টার বাবল ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে নতুন বিল এনেছেন যেখানে সামাজিক মাধ্যমটিকে অ্যালগরিদমিক হস্তক্ষেপ ব্যতীতই ব্যবহারকারীদের মাধ্যমটি ব্যবহারের স্বাধীনতা দেয়ার কথা বলা হয়েছে।
[৫] এর ফলে ফেসবুককে তার প্রাথমিক ভার্সনে ফিরতে হবে, যখন কিনা ফেসবুক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করতো পরিবার ও বন্ধুদের পোস্ট দেখতে। সম্পাদনা: সাকিবুল আলম