রাশিদুল ইসলাম : [২] পোল্যান্ডের পূর্ব সীমান্তে দুর্ঘটনাবশত ওই পোলিশ সেনা নিজের অস্ত্রের গুলিতে মারা যায়। এঘটনার সঙ্গে তৃতীয় পক্ষ জড়িত নয় বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়। আরটি
[৩] এক সপ্তাহ আগে ওই সেনাকে সীমান্তে নিয়োগ দেওয়া হয়।
[৪] এদিকে সীমান্তের কাছেই একটি বনে সিরিয় অভিবাসীর লাশ উদ্ধার করে পোলিশ পুলিশ। গত কয়েক দিন ধরেই দুই দেশের সীমান্তে চলছে চরম অভিবাসী সংকট। পোল্যান্ড অভিযোগ করছে, বেলারুশ তাদের দেশে শরণার্থীদের ঠেলে দিচ্ছে। এটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’।
[৫] শতাধিক অভিবাসী গত কদিন ধরে সীমান্তে অস্থায়ী তাবু বানিয়ে অবস্থান করছেন।
[৬] আল-জাজিরা বলছে বেলারুশ গত কয়েক মাস ধরে পোল্যান্ড, লিথুনিয়া ও লাটভিয়াতে অভিবাসীদের ঠেলে দিচ্ছে।