শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ থেকে তাবলিগের ১৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, টাকা-মোবাইল চুরি

নিউজ ডেস্ক: পিরোজপুরের কাউখালীর একটি মসজিদে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাবলীগ জামাতের ১৫ জন সদস্যকে অচেতন করে টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরই মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়, তাবলীগ জামাত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ সদস্যের তাবলীগ জামাতের একটি দল কাউখালীতে আসে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তারা গারতা আল-সেতারা জামে মসজিদে অবস্থান করছিলেন। পরে রাতে নামাজ ও যাবতীয় কার্যক্রমে শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

এদিকে শুক্রবার (১২ নভেম্বর) ভোর রাতে ফজরের নামাজের সময় হলেও কেউ ঘুম থেকে না উঠায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয়রা এসে অজ্ঞান অবস্থায় থাকা ১৫ জনকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান (৬০) এবং নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহকে (৬৩) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাবলীগের একজন সদস্য জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর পরই একটি অচেনা লোক এসে তাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করে এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমীন জানান, এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। -আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়