শিরোনাম
◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার ◈ নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা? ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিড়: সোয়া ১০ হাজার পদের জন্য আবেদন বাড়তে পারে সাড়ে ৭ লাখে ◈ ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা ◈ মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ থেকে তাবলিগের ১৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, টাকা-মোবাইল চুরি

নিউজ ডেস্ক: পিরোজপুরের কাউখালীর একটি মসজিদে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাবলীগ জামাতের ১৫ জন সদস্যকে অচেতন করে টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরই মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়, তাবলীগ জামাত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ সদস্যের তাবলীগ জামাতের একটি দল কাউখালীতে আসে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তারা গারতা আল-সেতারা জামে মসজিদে অবস্থান করছিলেন। পরে রাতে নামাজ ও যাবতীয় কার্যক্রমে শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

এদিকে শুক্রবার (১২ নভেম্বর) ভোর রাতে ফজরের নামাজের সময় হলেও কেউ ঘুম থেকে না উঠায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয়রা এসে অজ্ঞান অবস্থায় থাকা ১৫ জনকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান (৬০) এবং নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহকে (৬৩) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাবলীগের একজন সদস্য জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর পরই একটি অচেনা লোক এসে তাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করে এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমীন জানান, এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। -আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়