রাশিদুল ইসলাম : [২] দ্বিপাক্ষিক বৈঠক এজেন্ডা নিয়ে কোনো পক্ষই কিছু জানায়নি। সম্প্রতি তাইওয়ানসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা বেড়েছে। সন্দেহ নেই কূটনৈতিক সম্পর্ক বাড়াতে বৈঠকে বসছেন জো বাইডেন ও শি জিনপিং। আরটি
[৩] একইসঙ্গে তাইওয়ানের ব্যাপারে পারস্পরিক সমঝোতা মেনে চলারও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন- বেইজিং।
[৪] হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়ের বলেন, বৈঠক নিয়ে আলোচনা চলছে।
[৫] গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের মধ্যে চলা প্রতিযোগিতা যেন সংঘাতের রূপ না নেয়, সেই বিষয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন তিনি।