শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতা, রাজ্য সরকারকে বরখাস্তের দাবি কংগ্রেসের

রাশিদুল ইসলাম : [২] ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস বিজেপিশাসিত ত্রিপুরায় ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়ার জন্য বিজেপির সহযোগী বিশ্ব হিন্দু পরিষদকে অভিযুক্ত করেছে। একইসঙ্গে দলটি রাজ্য সরকারের বরখাস্তের দাবি জানিয়েছে। শুক্রবার হিন্দি গণমাধ্যম ‘নবজীবন ইন্ডিয়া ডটকম’ ওই তথ্য জানায়। পারসটুডে

[৩] জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরার উত্তরের জেলায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে রিপোর্ট চাওয়ার পরে কংগ্রেস ওই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদকে অভিযুক্ত করেছে। জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরার মুখ্য সচিব, পুলিশ বিভাগের ডিজিপি এবং রাজ্য মানবাধিকার কমিশনের সচিবকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের অভিযোগের বিষয়ে তাদের মতামত জানাতে বলেছে।

[৪] বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরার একটি এলাকায় সম্প্রতি মিছিল বের করলে ওই মিছিল থেকে সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট ভাঙচুর এবং দু’টি দোকান পুড়িয়ে দেয়। দাঙ্গা-হাঙ্গামাকে মদদ দিয়ে সরকারি মেশিনারি দর্শকের মতো কাজ করেছে বলে অভিযোগ। বলা হয়, এ ধরনের ঘটনার পরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

[৫] শুক্রবার ওই ইস্যুতে কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার জেরে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপরে নিষ্ঠুরতা হচ্ছে। যারা হিন্দুর নামে বিদ্বেষ ও সহিংসতা করে তারা হিন্দু নয়, তারা ভণ্ড। সরকার আর কতকাল অন্ধ-বধির হওয়ার ভান করে থাকবে?’

[৬] অন্যদিকে, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার চামটিলায় বিশ্ব হিন্দু পরিষদের র‌্যালির সময়ে একটি মসজিদ ভাঙচুরের দু’দিন পরে, ত্রিপুরা পুলিশ ঘটনাটি নিয়ে গুজব ও ভুয়া ছবি না ছড়ানোর জন্য স্থানীয় জনগণকে অনুরোধ করেছে। পুলিশ আরও বলেছে যে সোশ্যাল মিডিয়ায় জাল ছবি পোস্ট করা হচ্ছে, কোনও মসজিদে আগুন দেওয়া হয়নি। ত্রিপুরা পুলিশ বলেছে, গুজব ছড়াতে সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইডি ব্যবহার করা হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পানিসাগরে বিক্ষোভের সময় কোনো মসজিদ পোড়ানো হয়নি এবং মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্তের ছবি ভুয়া বলেও পুলিশের দাবি।

[৭] ত্রিপুরা পুলিশের মহাপরিচালক ভিএস যাদব বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ত্রিপুরার শান্তিপূর্ণ সাম্প্রদায়িক পরিস্থিতিকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা প্রতিটি নাগরিকের কাছে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সহায়তা করার জন্য আবেদন করছি।

[৮] বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সম্প্রতি ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময়ে চামটিলায় একটি মসজিদ ভাঙচুর ও দু’টি দোকানে আগুন দেওয়া হয়। এরপর সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়