শিমুল মাহমুদ: [২] নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্রের ঐক্যের এই উদ্যোগ বিএনপিকেই নিতে হবে, তাহলে অন্যান্য দল আস্থা পাবে। সেটা আমি এবং আমার মতো পরিষদ ডাকলে পারবে না।
[৩] মান্না বলেন, ‘যদি ঐক্যের ডাক না দেন, একসময় মানুষ নিজেই নামবে। বাংলাদেশের মানুষ এখন এতই অতিষ্ঠ যে, মানুষ দাঁড়াবে। সময় থাকতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তাতে মানুষ বাঁচবে, জাতি বাঁচবে।’
[৪] রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারী অধিকার ফোরাম’ আয়োজিত ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট, আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
[৫] নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান এতে সভাপতিত্ব করেন।