শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফড়িং ক্যামেলিয়া: যে হৃদয়, যে শরীর তোমাকে ধারণ করে

ফড়িং ক্যামেলিয়া
অতি মানবিক বিষয়গুলো বাদ দিলে, আমি খুব বদলে যাওয়া মানুষ। বিষয়টা বদলে যাওয়া না বলে আপডেটও বলা যায়। বিষয়টা শারীরিক কিংবা মানসিক দুটো ক্ষেত্রেই হয়। যেমন ধরুন, মাত্র এক মাস আগে চুল ছিলো মাঝারি লম্বা এখন শর্ট, চশমার ফ্রেম যা ছিলো সেটা এখন নেই, এমন ছোট-বড় মিলিয়ে আরও আছে। আবার মানসিকভাবেও গত ছয় মাস আগের আমি আর এখনকার আমি মোটেও এক নই। ছয় মাসে আমার পড়া বইয়ের সংখ্যা ১৪টা সেখানে পুরাতন অনেক যুক্তি ভেঙে নতুন যুক্তির জন্ম নিয়েছে এবং আমি ভালোবেসেই যুক্তি গ্রহণ করি বরাবরই।

সম্পর্কের ক্ষেত্রেও তেমন, আমি ঝাপসা আয়নায় নিজেকে দেখি না, পুরাতন জীর্ণ সম্পর্ক আঁকড়ে থাকি না, প্রথমে শোধরানোর চেষ্টা করি, ব্যর্থ হলে নিজেকে বুঝিয়ে সেই সম্পর্কের ইতি টেনে সামনে এগিয়ে যাই , সেই সঙ্গে দুটো কাজ করি। [এক] সেই সম্পর্কের প্রতি কোনো ধরনের আকর্ষণ রাখি না এবং তিক্ততাও যেন না থাকে তার আপ্রাণ চেষ্টাও করি। তবে সেই সম্পর্কগুলোর প্রতি সম্মান দেখিয়ে আমাকে ‘হাই’ বলার অধিকারটুকু কেড়ে নিই না বলেই আমার বøক লিস্ট প্রাক্তন সম্পর্কের দ্বারা পূর্ণ হয় না। স্কুলের আমি, কলেজের আমি, ভার্সিটির আমি সম্পূর্ণ আলাদা মানুষ। কিংবা গত তিন মাসের আমি আর বর্তমানের আমিও আলাদা মানুষ। হয়তো তিন মাস আগের আমিকে খানিকটা মেলানো যাবে বর্তমানের আমিটার সঙ্গে, কিন্তু দু’বছর আগের আমিটাকে আমি নিজেই চিনি না।

এই বিষয়টা এমনিতে আসেনি, জীর্ণ সম্পর্ক জংধরা লোহার মতো ক্ষততো করেই, আবার সেই ক্ষত শুকাতেও দেয় না। এই কঠিন সত্যটা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে নিজেকে বদলে ফেলার কৌশলটা শিখতে শুরু করেছি এবং বর্তমানে আমাকে এর শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে। কোনো কোনো সম্পর্ক কাপ আইসক্রিমের মতো, আইসক্রিমটা ফুরিয়ে গেলে সেই কাপ কেউ কেউ জমায় আরেক সময় সেটা তেলাপোকার বাসা ছাড়া আর কোনো কিছুই হয় না। নিজেকে সময়ের সঙ্গে বদলানো স্বার্থপরতা নয় বরং স্মার্টনেস। নিজেকে আপডেট করলে শরীরে আর হৃদয়ে জং ধরে না, আর ধরলেও সেটা ঝরে যায়। শুধু এভাবে ভাবাটা আয়ত্ত করতে পারলে জীবন কখনো কাউকে ভাঙতে পারে না, বেঁচে থাকাটা অসাধারণ হয়ে যায়। সময়ের সঙ্গে যদি মোবাইল বদলাও, পিসি বদলাও এমনকি নিত্য প্রয়োজনীয় কতো কি বদলাও আর যে হৃদয় যে শরীর তোমাকে ধারণ করে তাকে কি করে পুরাতন, জঞ্জাল বানাও? ভাবো, ভাবা প্র্যাকটিস করো। Foring Camelia-র ফেসবুক ওয়ালে লেখা পড়ুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়