রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সেই সব পরিবারকে ধন্যবাদ জানিয়ে সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বললেন কোনো অসুবিধা নেই ক্রিসমাসে আনন্দ করুন। হোয়াইট হাউসের এই স্বাস্থ্য উপদেষ্টার এ ধন্যবাদ তাদের জন্যে যারা টিকা দিয়েছেন। আরটি
[৩] ফাউচি বলেন আমি বিশ^াস করি যারা ভ্যাকসিন দিয়েছেন তারা ক্রিসমাসে আনন্দ করতেই পারেন। এবিসি নিউজের উপস্থাপক মার্থা রাদাতজকে ফাউচি বলেন যে সব পরিবার টিকা দিয়েছে তারা ছুটির দিনগুলো উপভোগ করতে পারে।
[৪] তবে যারা এখনো ভ্যাকসিন দেয়নি তারা কিভাবে ক্রিসমাস উদযাপন করবে সে সম্পর্কে কিছু বলেননি ফাউচি।