আসিফুজ্জামান পৃথিল: [২] ৩১ অক্টোবর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন থেকে রক্ষায় এই গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনকে ধরিত্রীর রক্ষাকর্তা বলতে চায় আয়োজক যুক্তরাজ্য। এতে আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত। বিবিসি
[৩] দ্রতিতম সময়ে সব গাড়িকে বিদ্যুৎচালিত গাড়ি দিয়ে প্রতিস্থাপনের সিদ্ধান্ত আসতে পারে।
[৪] কয়লাবিদ্যুৎ পরিত্যাগ দ্রুতকরণের সিদ্ধান্ত হতে পারে।
[৫] গাছ কাটা কমানো।
[৬] আরো বেশি মানুষকে জলবায়ু পরির্তনজনিত ক্ষতি থেকে রক্ষা। এক্ষেত্রে উপকূল নিরাপত্তায় আলোচনা হতে পারে বাংলাদেশ মডেল নিয়েও।
[৭] গ্লাসগোতে জড়ো হচ্ছেন ২৫ হাজার মানুষ। যাদের মধ্যে আছেন বিশ্বনেতা, নেগোশিয়েটর আর সাংবাদিকরা।