শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এম-৯ মোটরওয়েতে টোল সংগ্রহ করছে পাকিস্তান

আখিরুজ্জামান সোহান: [২] পাকিস্তানে বানিজ্যিক কারণে করাচি এবং হায়দ্রাবাদ অঞ্চল দুটি বেশ গুরুত্ববহন করে। এই দুটি অঞ্চলের মাঝে সংযোগ স্থাপনের জন্য ২০১৮ সালে দেশটিতে প্রথমবারের মতো নির্মিত হয় এম-৯ মোটরওয়ে। ১৩৬ কি.মি. দীর্ঘ এই মহাসড়কটি ৬ লেন বিশিষ্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মোটরওয়ে। প্রো পাকিস্তানি

[৩] সম্প্রতি মহাসড়কটিতে যুক্ত হয়েছে নতুন এআই(আর্টিফেসিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বর্তমানে সড়কটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে টোল ট্যাক্স আদায় করা হচ্ছে। এর ফলে অনেকটাই কমে এসেছে চালক হয়রানী পাশাপাশী টোল প্লাজায় দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি ঝামেলাও নেই।

কিভাবে কাজ করে?

[৪] প্রযুক্তিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যখনই কোন যানবাহন ইন্টারচেঞ্জে প্রবেশ করে তখন হাই ডেফিনেশান ক্যামেরার মাধ্যমে গাড়ীর নাম্বার প্লেট এবং চালকের ছবি তুলে রাখে।

[৫] পরবর্তীতে যখন যানবাহন হাইওয়ে থেকে বের হয়ে টোল ট্যাক্স গেটে পৌঁছায়, তখন আরেকটি স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে পূর্বে তোলা ছবির সঙ্গে নতুন তোলা ছবিটিকে মিলিয়ে দূরত্ব পরিমাপ করে এবং সেই অনুযায়ী টোল ট্যাক্স নির্ধারন করে। এই নির্দিষ্ট পরিমান ট্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হলে, পরবর্তীতে চালক তা পরিশোধ করেন নির্দিষ্ট ট্যাক্স কালেক্ট পয়েন্ট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়