মোহাম্মদ আলী আরাফাত: যারা বলেন আমাদের পাকিস্তানের সঙ্গে তুলনা করা উচিত নয়, আমি তাদের সঙ্গে একমত। আসলেই তো আমরা নিজেদের পাকিস্তানের মতো একটা অভিশপ্ত রাষ্ট্রের সঙ্গে কেন তুলনা করবো? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া এসব দেশের সঙ্গে তুলনা করা উচিত। ইদানীং আমরা অনেক ক্ষেত্রেই ভারতকেও ছাড়িয়ে যাচ্ছি। ভারতীয় গণমাধ্যম রিপোর্ট করেছে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ, ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে। আমি ভারতকে ছাড়িয়ে যাওয়ার বিষয়গুলো নিয়েও বেশ কিছু পোস্ট দিয়েছি। তবে আজকের প্রজন্মের যে বিষয়টি মাথায় রাখা উচিত তা হলো, ১২-১৩ বছর আগেও বাংলাদেশ, অর্থনীতি এবং মানব সম্পদ উন্নয়নের বেশিরভাগ সূচকে পাকিস্তানের থেকে পিছিয়েছিলো। গত ১২-১৩ বছরে বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে, আর তাই বর্তমান প্রজন্ম বাংলাদেশকে কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে তুলনা করতে চান না। এ বিষয়টিকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই। যদিও বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিষয়টি এদেশীয় কিছু সংখ্যক পাকিস্তানের দালালরা এখনো মেনে নিতে পারেন না। তাই তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য হাজির করেন কমেন্ট করের এবং দেখাতে চান, অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এখনো পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে।
তাদের এ সকল মিথ্যা তথ্যগুলোর প্রতিটিরই জবাব দেওয়া সম্ভব কিন্তু পরিতাপের বিষয় হলো এই পাকিস্তানের দালালদেরও কিছু ফলোয়ার গং সেই মিথ্যা তথ্যগুলোকেই সত্য হিসেবে মেনে নেন এবং দম্ভ দেখান। তারা ন্যূনতম রিসার্চও করেন না। পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের এগিয়ে যাওয়া আজ সূর্যালোকের মতো বাস্তব সত্য। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, বিশ্বের তাবৎ অর্থনীতিবিদ থেকে শুরু করে পুরো বিশ্বই স্বীকার করে। শুধু তাই নয়, পাকিস্তানের অর্থনীতিবিদ ও সুশীল সমাজের মানুষ থেকে শুরু করে এমনকি পাকিস্তানের সামরিক সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী ইমরান খানও স্বীকার করেন। স্বীকার করেন না শুধু এদেশীয় অন্ধ, অশিক্ষিত, মিথ্যা প্রচারকারী পাকিস্তানের দালালরা, রাজাকার শাবকরা। এই রাজাকার শাবকদের কমেন্ট পড়লে বোঝা যায়, তারা মনে করে পাকিস্তান আমলই ভালো ছিলো। তারা এও মনে করেন যে, এখনো পাকিস্তানের অবস্থা বাংলাদেশ থেকে ভালো। তাই আমিও মাঝে মধ্যেই এই পাকিস্তানি দালাল চক্রের অন্তরে জ্বলন ধরিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশের পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়ার চিত্র তুলে ধরি, তুলনামূলক তথ্য সংবলিত পোস্ট দিই। ধন্যবাদ। ফেসবুক থেকে