মাকসুদ রহমান: [২]এ দাবির পেছনে নিজেদের কাছে প্রমাণ আছে বলেও দাবি করেছে পশ্চিম আফ্রিকার দেশটি। পার্স টুডে
[৩] মালির প্রেসিডেন্ট দাবি করেন, ফ্রান্স দেশটির উত্তরের মরু অঞ্চল কিদালে কিছু ভূমি নিয়ে নিজেদের সেনাবাহিনীর জন্য একটি ছিটমহল গড়ে তুললেও পরবর্তীতে সেটি আনসার আল-দ্বীন নামক সন্ত্রাসী গ্রুপের কাছে হস্তান্তর করেছে। জায়গাটি এতটাই দাপটের সঙ্গে ফরাসি সেনারা দখল করেছে যে মালির সৈন্যরা সেখানে প্রবেশ করতে পারছে না। ফরাসি সৈন্যরা সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে অঞ্চলটিতে। মালি এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
[৪] ২০১৩ সালে ফরাসি সৈন্যরা সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির অভিযোগে মালিতে প্রবেশ করে। সম্পাদনা: সাকিবুল আলম