শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো- জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের শ্রী বিমল চন্দ্র বসাকের ছেলে শ্রী রতন বসাক (২২), সলঙ্গা থানার এরান্দহ মধ্যপাড়া গ্রামের মো. ইয়াকুব হোসেনের ছেলে মো. মাহমুদুল হাসান (৩৩) ও একই থানার নলকা কায়েম গ্রামের আব্দুস সামাদ তালুকদারের ছেলে মো. মনিরুজ্জামান তালুকদার (৩১)।

[৪] শনিবার (৯ অক্টোবর) সকালে র‌্যাব-১২ এর অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

[৫] তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামে হাজী মো. মোসলেম উদ্দিনের এমএমবি ইটভাটার সামনে শিংগাড়ীগামী কাঁচা রাস্তার উপর এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ২০লিটার দেশীয় চোলাই মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

[৬] প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানাই, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়