শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার, তীব্র শীতে দুর্বল হয়ে পড়েছিল পাখিটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার হয়েছে। প্রচণ্ড শীতের কারণে দুর্বল হয়ে পড়া বিশাল আকৃতির শকুনটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের নজরে আসে বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক শিশু-কিশোরসহ স্থানীয় মানুষের ভিড় জমে যায় শকুনটি এক নজর দেখতে। অনেকেই মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, তিনি প্রথম বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পান। দুর্বলতার কারণে উড়তে না পারায় কাছে গিয়ে সহজেই সেটিকে ধরতে সক্ষম হন তিনি।পরে পাখিটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এই সংবাদে স্থানীয় প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে স্থানান্তরিত করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: দিলারা আকতার জানান, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির শকুনটিকে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। 

শকুনটির বিষয়ে স্থানীয়দের ধারণা, শীতের তীব্রতায় ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে উড়ে এসেছে বিপন্ন প্রজাতির এই শকুনটি। আর শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিল ফুলবাড়ীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়