আসিফুজ্জামান পৃথিল: [২] বুধবারও হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কক্সবাজারের শিবিরগুলোতে রোহিঙ্গারা হুমকি ও সংঘাতের ঝুঁকির মধ্যেই বসবাস করছে। তাদের দাবি এমন অভিযোগ রোহিঙ্গা নেতারাই করছেন।
[৩] বিবৃতিতে এইচআরডাব্লিউ বলেছে, একটি স্বশস্ত্র ইসলামি গ্রুপ রোঙ্গিাদের অপহরণসহ নানান নহুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের শিবিরে এই ধরণের কোনো গ্রুপের অস্তিত্বের প্রমাণ উপস্থাপন করেনি তারা।
[৪] তবে এইচআরডাব্লিউ শুধু নয়, অ্যামনেস্টি ইন্টারন্যঅশনালসহ অন্য মানবাধিকার সংস্থাগুলোও রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ডের পর থেকে এই ধরণের প্রচারণা চালাচ্ছে। প্রায় প্রতিদিনই দেওয়া হচ্ছে এই সংক্রান্ত বিবৃতি। বাংলাদেশ স্পষ্ট করেছে অভ্যন্তরীন কোন্দলের কারণেই মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।