শিরোনাম
◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাঁস হলো প্যান্ডোরা পেপার; তালিকায় ৩৫জন সাবেক ও বর্তমান বিশ্বনেতার নাম

লিহান লিমা: [২] আইসিআইজে মিডিয়া কনসোর্টিয়ামের প্রকাশিত সাড়া জাগানো প্রতিবেদন ‘দ্য প্যান্ডোরা পেপার্স’ এর ১১.৯ মিলিয়ন নথিপত্রে বিশ্বের বর্তমান ও সাবেক ৩৫জন নেতা, ৩৩৬জন উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং সরকারী কর্মকর্তা, ১ হাজার কোম্পানি এবং ব্যবসায়ী, বিলিওনার, তারকাদের নাম উঠে আসে। এদের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং এবং করফাঁকির অভিযোগ আনা হয়েছে। বিবিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন দেশের সংবাদ প্রতিষ্ঠানগুলির ৬০০ সাংবাদিক প্যান্ডোরা পেপার অনুসন্ধানে যুক্ত ছিলেন। গার্ডিয়ান, সিএনএ

[৩]জর্ডানের রাজা দ্বিতীয় আাবদুল্লাহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১০০ মিলিয়ন ডলারের সম্পদ গড়েছেন। ২০০৩ থেকে ২০১৭ সালের মধ্যে করস্বর্গগুলোতে নিবন্ধিত সংস্থাগুলোর মাধ্যমে মালিবু, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং লন্ডনে এসব সম্পদ কেনা হয়েছিলো।

[৪]আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং তার পরিবার গোপনে ৫৪২ মিলিয়ন ডলারে ব্রিটেনে সম্পত্তি ক্রয় করেছেন।

[৫]চেক রিপাবলিকানের প্রধানমন্ত্রী আন্দ্রেস বাবিস মালিকানা গোপন রেখে ফ্রান্সের দক্ষিণের ২২ মিলিয়ন ডলারের একটি উপকূল কিনতে অফশোর কোম্পানির মাধ্যমে অর্থ সরিয়ে নিয়েছিলেন।

[৬]রুশ নারী শ্বেতালান ক্রিভোনেখিগ কন্যা সন্তান জন্ম দেয়ার মাত্র কয়েক সপ্তাহ পরে ২০০৩ সালের এপিলে ক্যারিবিয়ান টর্টোলা দ্বীপে একটি অফশোর কোম্পানির মাধ্যমে মোনাকোর একটি অ্যাপার্টমেন্টের মালিক হন। তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কয়েক বছর যাবত গোপন সম্পর্কের মধ্যে ছিলেন বলে জানা গেছে। ফাইলে ভøাদিমির পুতিনের নাম না থাকলেও বলা হয় তিনি সহযোগীদের মাধ্যমে মোনাকোতে গোপন সম্পত্তি ক্রয় করেছেন।

[৭]সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অফশোর কোম্পানি কেনার সময় লন্ডনের বহু মিলিয়ন পাউন্ডের সম্পত্তি কর পরিশোধ এড়িয়ে গিয়েছেন।

[৮]পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছের মানুষ, মন্ত্রীসভা এবং তাদের পরিবার গোপনে অফশোর কোম্পানি এবং ট্রাস্ট্রের মালিক, সেখানে তাদের কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে। নথিতে পাকিস্তানের সামরিক নেতাদের ব্যক্তিগত সম্পদও দেখানো হয়েছে।

[৯]দুর্নীতির বিরুদ্ধে এবং আর্থিক স্বচ্ছতার জন্য প্রচারণা চালানো কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও তার পরিবারের ৬ সদস্যের সঙ্গে ১৩ টি অফশোর কোম্পানির সম্পৃক্ততা রয়েছে।

[১০]রাজনীতিবিদদের পাশাপাশি কর ফাঁকি দিতে করস্বর্গে সম্পদ লুকানোর অভিযোগে নথিতে নাম এসেছে কলম্বিয়ান গায়িকা শাকিরা, জার্মান সুপার মডেল ক্লদিয়া শিফার এবং ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকারের নাম।

[১১]এর আগে আইসিআইজি ২০১৪ সালে লুক্সলিকস এবং ২০১৬ সালে পানামা পেপার প্রকাশ করে। যা আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং পাকিস্তানের নেতাকে ক্ষমতাচ্যুত করার পথ সুগম করেছিলো। এরপর ২০১৭ সালে প্যারাডাইস পেপার এবং ২০২০ সালে প্রকাশ করা হয় ফিনসেন ফাইল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়