শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজামামের জন্য শচীন-আকরামের প্রার্থনা

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তাদের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হক লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার এনজিওপ্লাস্টিও করা হয়। একটি স্ট্যান্টও তার হৃদযন্ত্রে বসানো হয়েছে বলে তার ম্যানেজার জানান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫১ বছর বয়সী ইনজামামকে। তবে তার অসুস্থতার খবরে তার সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীরা সুস্থতা কামনা করে টুইট করেছেন।

[৩] পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ইনজামাম, তোমার দ্রুত সুস্থ কামনা করি। তুমি সবসময় শান্ত থাকলেও ছিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং মাঠে ছিলে একজন যোদ্ধা। এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসো, এই প্রার্থনা করি। শিগগিরই ভালো হয়ে যাও।

[৪] সাবেক ভারতীয় অধিনায়ক আজহার আলী লিখেছেন, আমি আমার শৈশবের নায়ক ইনজামাম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা আপনার জন্য।

[৫] ইনজামামের সাবেক সতীর্থ ও সুইংয়ের রাজা ওয়াসিম আকরাম লম্বা টুইটে লিখেছেন, প্রিয় ইঞ্জি, তোমার একটি সুন্দর হৃদয় রয়েছে। দেখে মনে হচ্ছে এতে শয়তানের নজর পড়েছে। এমন বড় একটি হৃদয়ের মানুষ এত ব্যথা পাচ্ছে ভেবে দুশ্চিন্তায় ছিলাম আমি। দোয়া করছি দ্রুত সুস্থ হও, যেন তোমার মিষ্টি হৃদয় সবাইকে খুশি করতে পারে। আমার প্রিয়তম বন্ধু, যত্ন নাও। শিগগিরই দেখা হবে।

[৬] ১৯৯১ সালের শেষ দিকে পাকিস্তানে অভিষেক হয় ইনজামামের। ১৯৯২ সালের বিশ্বকাপ সাফল্যের গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন, ছিলেন দেশের সফলতম অধিনায়কদের একজন। ২০০৭ সালে যখন অবসর নেন তখন তার নামের পাশে ২০ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান। ২০১৬ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত পিসিবির সঙ্গে কাজ করেছেন ব্যাটিং কনসাল্টেন্ট ও পরে প্রধান নির্বাচক হিসেবে। আফগানিস্তানের জাতীয় দলের কোচও ছিলেন। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়