রাশিদুল ইসলাম : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের আগামী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের মর্যাদা ধরে রাখতে চাইলে এর বিকল্প নেই কারণ ডেমোক্রেটরা দেশটিকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। ডেইলি মেইল
[৩] জর্জিয়ার পেরিতে গত শনিবার এক সমাবেশে ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ডেল রিওতে সীমান্ত সংকট বাড়ানো এবং অ্যারিজোনা অডিট ফলাফলের জন্যে বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন।
[৪] ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র শরণার্থী শিবিরে পরিণত হচ্ছে। অভিবাসীর ভীড় বাড়ছে। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট হচ্ছে। বিভিন্ন দেশ তাদের কারাগারগুলো খালি করছে এবং যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ আসছে। এটি আক্রমণ।
[৫] ট্রাম্প বলেন তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এসব কিছুতেই ঘটত না। বাইডেন প্রশাসন যেসব কাজ করছে তাতে ২০২৪ সালে তারা যুক্তরাষ্ট্রকে এক মহাবিপর্যয়ে ফেলে রেখে যাবে।
[৬] যদিও পিউ রিসার্চের জরিপ বলছে ট্রাম্পের শাসনামলেই যুক্তরাষ্ট্রে অভিবাসী এসেছে বেশি তবে তা তার শাসনামলের শেষ বছরে অনেক হ্রাস পায়।
[৭] ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে এও বলেন যদি আপনারা দেশ ছেড়ে যেতে না চান, তাহলে আপনাকে অবশ্যই কোন ডেমোক্রেট নয় শুধুমাত্র ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে রিপাবলিকানদের ভোট দিতে হবে।