সালেহ্ বিপ্লব: [২] ইংল্যান্ডের জাতীয় দল ও লিভারপুলের এই সাবেক তারকা এই লক্ষ্যে তিনি গ্লোবাল সসার ভেঞ্চার-এর (জিএসভি) সঙ্গে শুক্রবার চুক্তি সই করেছেন। দি আদার সাইড-পাকিস্তান
[৩] পাকিস্তান ফুটবল লীগের (পিএলএফ) ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে প্রথম বক্তৃতায় ওয়েন বলেন, এই ফ্যাঞ্চাইজে মডেল লীগের মধ্যদিয়ে আমি যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে সেতুবন্ধন গড়ে ফুটবলের উন্নয়ন করতে চাই।
[৪] পিএফএল শুরু হবে আসছে বসন্তে। এতে অংশ নেবে করাচী, লাহোর, কোয়েটা, ইসলামাবাদ, পেশোয়ার ও মুলতান।