শাশ্বতী বিপ্লব: জনাব সোহেল তাজ, পরীমণি সিনেমার নায়িকা। মডেলও। কারণে অকারণে তার শরীর প্রদর্শন এবং সিগারেট হাতে মডেলিংয়ের তবুও একটা যুক্তি খুঁইজা পাওয়া যায়। কিন্তু সোস্যাল মিডিয়ায় আপনি যে অধিকাংশ সময় অর্ধ-উলঙ্গ থাকেন, তার কোনো কার্যকারণ আমি খুঁইজা পাই না। আপনি শোবিজের কেউ না। সিনেমা-নাটকের নায়কও না, মডেলও না। তবু আপনি শরীর দেখাবেন। কারণ আপনার ভাল্লাগে। আপনার ইচ্ছা। আপনার অভিরুচি। কার কী বলার আছে?
দেশের তরুণ সমাজের প্রতি আপনি কোন দায়িত্বটা পালন করতেছেন জানি না। তবে, ২৪/৭ অতি কসরতে গড়া এই অর্ধ-উলঙ্গ শরীর প্রদর্শন অবশ্যই অশোভন। আপনার বাবা আমাদের নমস্য। তাঁকে সম্মান করি, ভালোবাসি। তাই অনেককিছু লিখেও মুছে দিতে হচ্ছে। বৈরিতার মুখোমুখি হয়ে রাজনীতির মাঠ থেকে আপনি একরকম পালায়া গেছেন, হাল ছেড়ে দিছেন। পরীমনি হাল ছাড়েননি। সেইটাই শিক্ষনীয়। আপনি দয়া করে শরীর নিয়েই ব্যস্ত থাকেন।
নীতি-নৈতিকতা, শোভন-অশোভনের আলাপ দিয়েন না। পরীমনি কোনো হোমড়া-চোমড়া পরিবারের কেউ না। তার বাবাও তেমন কেউ ছিলেন না। তবুও পরীমনি কোনো ব্যায়াম ছাড়াই তার মেরুদণ্ডটা শক্ত করে বানিয়েছেন। আমাদের মেয়েরা ওইটাই শিখবে। আপনি চিন্তা করবেন না। ফেসবুক থেকে