শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাশ্বতী বিপ্লব: পরীমণি কোনো ব্যায়াম ছাড়াই তাঁর মেরুদণ্ডটা শক্ত করে বানিয়েছেন

শাশ্বতী বিপ্লব: জনাব সোহেল তাজ, পরীমণি সিনেমার নায়িকা। মডেলও। কারণে অকারণে তার শরীর প্রদর্শন এবং সিগারেট হাতে মডেলিংয়ের তবুও একটা যুক্তি খুঁইজা পাওয়া যায়। কিন্তু সোস্যাল মিডিয়ায় আপনি যে অধিকাংশ সময় অর্ধ-উলঙ্গ থাকেন, তার কোনো কার্যকারণ আমি খুঁইজা পাই না। আপনি শোবিজের কেউ না। সিনেমা-নাটকের নায়কও না, মডেলও না। তবু আপনি শরীর দেখাবেন। কারণ আপনার ভাল্লাগে। আপনার ইচ্ছা। আপনার অভিরুচি। কার কী বলার আছে?

দেশের তরুণ সমাজের প্রতি আপনি কোন দায়িত্বটা পালন করতেছেন জানি না। তবে, ২৪/৭ অতি কসরতে গড়া এই অর্ধ-উলঙ্গ শরীর প্রদর্শন অবশ্যই অশোভন। আপনার বাবা আমাদের নমস্য। তাঁকে সম্মান করি, ভালোবাসি। তাই অনেককিছু লিখেও মুছে দিতে হচ্ছে। বৈরিতার মুখোমুখি হয়ে রাজনীতির মাঠ থেকে আপনি একরকম পালায়া গেছেন, হাল ছেড়ে দিছেন। পরীমনি হাল ছাড়েননি। সেইটাই শিক্ষনীয়। আপনি দয়া করে শরীর নিয়েই ব্যস্ত থাকেন।

নীতি-নৈতিকতা, শোভন-অশোভনের আলাপ দিয়েন না। পরীমনি কোনো হোমড়া-চোমড়া পরিবারের কেউ না। তার বাবাও তেমন কেউ ছিলেন না। তবুও পরীমনি কোনো ব্যায়াম ছাড়াই তার মেরুদণ্ডটা শক্ত করে বানিয়েছেন। আমাদের মেয়েরা ওইটাই শিখবে। আপনি চিন্তা করবেন না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়