ইমরুল শাহেদ: এ তথ্য জানিয়ে রাজ রীপা বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। ছবিটির নির্মিতিতে হলিউডের ছবির একটা আমেজ পাবেন দর্শক। আমাদের দেশে গতানুগতিক ধারার যেসব ছবি নির্মিত হয় এই ছবিটির গল্প এবং নির্মাণশৈলী একেবারেই ভিন্ন।’ পরিচালক ইফতেখার চৌধুরী সাধারণত অ্যাকশন ছবি নির্মাণ করে থাকেন। তার ছবির অ্যাকশনেও থাকে একটা রুদ্ধশ্বাস আবহ।
সেটা দর্শক উপভোগ করে বিনোদন হিসেবে। রাজ রীপা বলেন, ‘মুক্তি ছবিটিও অ্যাকশন প্রধান। ছবির গল্পরেখায় দর্শক কিছু অভিনব অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন। এই নতুন অ্যাকশনও দর্শককে সিনেমা হলে টেনে আনবে।’ ইফতেখার চৌধুরী বর্তমানে ছবিটির কাজ নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এ ছবিটির সাউন্ড নিয়ে নতুন কিছু একটা করতে চাইছেন। এজন্য প্রাচ্য ও প্রতীচ্যের কলাকুশলীদের সমবেত করছেন ছবিটিতে। আইসি ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতেখার চৌধুরী জানিয়েছেন, সাত বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া ইমন সাহা মুক্তি ছবির আবহ সঙ্গীত করবেন এবং বিখ্যাত সঙ্গীত পরিচালক কিথ লে কন্ডাক্টর অর্কেস্ট্রায় থাকবেন।
এছাড়াও, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন জেরেমি হাওয়ার্ড। এই প্রথম বাংলাদেশী চলচ্চিত্রের মিউজিক স্কোর সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রে রচিত হবে এবং অরো ১১.১ -এ শব্দ মিশ্রিত হবে, যে প্রযুক্তি ‘লাষ্ট এভেঞ্জার্স এন্ড গেমে’ ছবিতে ব্যবহার করা হয়েছিল। ইফতেখার চৌধুরী প্রযোজিত ও পরিচালিত মুক্তি চলচ্চিত্রটি অবশ্যই বাংলা চলচ্চিত্রের জন্য গেম চেঞ্জার হবে বলে উল্লেখ করেন রাজ রীপা। তিনি মনে করেন, অবশ্যই এটি বাংলা চলচ্চিত্রের জন্য বিশেষ এক ধামাকা। রাজ রীপা বলেন, ‘মুক্তি’ সিনেমার এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জন্য সত্যিই খুব আনন্দের।’ এছাড়া ‘মুক্তি’ ছবিতে নায়িকার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, রাসেদ মামুনুর অপু, আমান রেজা, কৃষ্টিয়ানো তন্ময়, আরেফিন জিলানী, আদর আজাদ চৌধুরী ও দুর্জয় মামুন।