শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন ১০ কোটি মানুষ

মাজহারুল ইসলাম : [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটরিয়ামে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন।

[৩] স্বাস্থ্য সচিব বলেন, ৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলাম। সেদিন আমাদের এক ডোজও টিকা ছিল না। এখন ১৮ কোটি টিকা নিশ্চিত হয়েছে। শুক্রবার ৫৪ লাখ ডোজ টিকা দেশে এসেছে। দেশের মানুষকে এই মাসে আড়াই থেকে ৩ কোটি ডোজ টিকা দেওয়া হবে। এভাবে ডিসেম্বরের মধ্যে ১৬ থেকে ২০ কোটি টিকা দেওয়া হবে।

[৪] স্বাস্থ্য সচিব বলেন, আমাদের এখানে কোনো কিছুই ইতিবাচকভাবে নেওয়া হয় না। প্রথমে সবাই ভেবেছিল করোনা টিকা নেওয়া যাবে কিনা। কারণ টিকা পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। এরপর যখন প্রথম টিকা আসল, সরকার সবাইকে টিকা নিতে বলল। তখন অনেকইে ভাবল, এই টিকায় কাজ হবে কিনা, বরং টিকা নিলে মারা যাব কিনা- এমন গুজব উঠল। তখন প্রধানমন্ত্রী আগে মন্ত্রী এবং সচিবদের টিকা নিতে বললেন। আমরা টিকা নেওয়ার পর জনগণ পর্যবেক্ষণ করল, আমরা মারা যাই কিনা। এটাও একটা মানসিক রোগ। তবে এখন সবাই টিকা নেওয়া শুরু করেছে।

[৫] করোনাভাইরাস প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রথমে মানুষ বলত এটা বড়লোকের রোগ, গরীবের না। অথচ কিছুদিন আগে গ্রামের সাধারণ মানুষও আক্রান্ত হলেন এবং মারা গেলেন। রোগের কাছে বড়লোক কিংবা গরীব বলে কোনো কথা নেই। মৃত্যুর সময় হলে প্রত্যেকেই মারা যাবেন।

[৬] ২০ কোটি মানুষকে কোন পরিকল্পনায় টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য সচিব বলেন, প্রয়োজনে টিকা দেওয়ার কেন্দ্র এবং কলেবর আরও বাড়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়