শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন ১০ কোটি মানুষ

মাজহারুল ইসলাম : [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটরিয়ামে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন।

[৩] স্বাস্থ্য সচিব বলেন, ৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলাম। সেদিন আমাদের এক ডোজও টিকা ছিল না। এখন ১৮ কোটি টিকা নিশ্চিত হয়েছে। শুক্রবার ৫৪ লাখ ডোজ টিকা দেশে এসেছে। দেশের মানুষকে এই মাসে আড়াই থেকে ৩ কোটি ডোজ টিকা দেওয়া হবে। এভাবে ডিসেম্বরের মধ্যে ১৬ থেকে ২০ কোটি টিকা দেওয়া হবে।

[৪] স্বাস্থ্য সচিব বলেন, আমাদের এখানে কোনো কিছুই ইতিবাচকভাবে নেওয়া হয় না। প্রথমে সবাই ভেবেছিল করোনা টিকা নেওয়া যাবে কিনা। কারণ টিকা পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। এরপর যখন প্রথম টিকা আসল, সরকার সবাইকে টিকা নিতে বলল। তখন অনেকইে ভাবল, এই টিকায় কাজ হবে কিনা, বরং টিকা নিলে মারা যাব কিনা- এমন গুজব উঠল। তখন প্রধানমন্ত্রী আগে মন্ত্রী এবং সচিবদের টিকা নিতে বললেন। আমরা টিকা নেওয়ার পর জনগণ পর্যবেক্ষণ করল, আমরা মারা যাই কিনা। এটাও একটা মানসিক রোগ। তবে এখন সবাই টিকা নেওয়া শুরু করেছে।

[৫] করোনাভাইরাস প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রথমে মানুষ বলত এটা বড়লোকের রোগ, গরীবের না। অথচ কিছুদিন আগে গ্রামের সাধারণ মানুষও আক্রান্ত হলেন এবং মারা গেলেন। রোগের কাছে বড়লোক কিংবা গরীব বলে কোনো কথা নেই। মৃত্যুর সময় হলে প্রত্যেকেই মারা যাবেন।

[৬] ২০ কোটি মানুষকে কোন পরিকল্পনায় টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য সচিব বলেন, প্রয়োজনে টিকা দেওয়ার কেন্দ্র এবং কলেবর আরও বাড়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়