শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েল থেকে ১শ ড্রোন কিনছে ভারত, জোরদার হচ্ছে সম্পর্ক

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি ড্রোনগুলো অতি উচ্চমানের হামলা ক্ষমতা সম্পন্ন। ইসরায়েলকে খুশি করে যুক্তরাষ্ট্রের ইহুদি লবিং গ্রুপের সাহায্যে ভারত ওয়াশিংটনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসায় ভারত যতবেশি সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। বলা যায় ভারত এখন দক্ষিণ এশিয়ায় ইহুদিবাদী লবিং গ্রুপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পারসটুডে

[৩] ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনিদের দমনের অভিজ্ঞতা নিয়ে ভারত সরকারও কাশ্মিরের মুসলিম জনগণকে মোকাবেলার চেষ্টা করছে।

[৪] ইসরায়েলি ড্রোনগুলো রাতের অন্ধকারে দেখা যায় এমন অত্যাধুনিক দুর্বিনযুক্ত। একই ধরনের ড্রোন ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর সার্বক্ষণিক নজর রাখছে। এ ধরনের আরো অন্যান্য অত্যাধুনিক গোয়েন্দা যন্ত্রপাতি ইসরাইল ভারতকে সরবরাহ করছে।

[৫] কাতারে মার্কিন ব্রুকিংস গবেষণা সংস্থার দফতর ভারত-ইসরায়েল সম্পর্ক মূল্যায়ন করতে গিয়ে লিখেছে, ‘এ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা। বর্তমানে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় আমদানিকারক দেশে পরিণত হয়েছে ভারত’।

[৬] সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করেন। ওই সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েল তাদের নিরাপত্তা বিষয়ক অতি স্পর্শকাতর কিছু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়। এটাকে ইসরায়েলের গণমাধ্যমগুলো ও নিরাপত্তা কর্মকর্তারা দুই দেশের গভীর সম্পর্কের প্রমাণ বলে উল্লেখ করে।

[৭] ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পেছনে ভারতের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে, প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলায় নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু শক্তিকে জোরদার করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়