আব্দুল্লাহ মামুন: চিকিৎসক ও সংগীতশিল্পী আফরোজা মোমেন বলেছেন, গানের পরিবেশেই বড় হয়েছি। মামা মো. মুজাক্কের বেতারের মিউজিক ডিরেক্টর ও এরিয়া ব্যবস্থাপক হিসেবে ছিলেন বহুবছর। মামা অবসরে এসে এনটিভির মিউজিক ডিরেক্টরও ছিলেন এবং তার লেখা অনেক গান রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি ও শাকিলা জাফর গেয়েছেন। একদম ছোট বেলায় গান শেখার জন্য ভারতের দিদিমনি নিবেদিতা মন্ডল ছিলেন টাইংগালে সংগীত শিক্ষক।
তিনি বলেন, এরপর ওস্তাদ আলী আকবর, পন্ডিত রাম কানাই দাসের কাছেই গানের তালিম নেওয়া। স্কুল ও বিভাগীয় পর্যায়ে গানের প্রতিযোগিতা হতো, সেখানে নজরুল ও রবীন্দ্র সংগীতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছি। পরবর্তী সময়ে পরিবার থেকে পড়াশোনার চাপ আসে। বাবার ইচ্ছা ছিলো আমি ডাক্তার হই এবং নিজেও ডাক্তারি পড়ার জন্য আগ্রহী ছিলাম। এ কারণে গানের জগৎ থেকে একটু দূরে সরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। কিন্তু সঙ্গীতচর্চা করতাম মেডিকেল কলেজ ও প্রোগ্রামে গান করতাম। ছায়ানট থেকে নজরুল গীতির ওপর কোর্স করি, ক্ল্যাসিক্যাল গানের ওপর। ছায়ানটের নজরুল সঙ্গীতের শিক্ষকের মধ্যে ছিলেন শাহিন সামাদ আপা, খাইরুল আনাম শাকিল, সেলিনা হোসেন তাদের কাছে গান শেখা। শিক্ষকদের মধ্যে শ্রী অসিত দি আছেন যার কাছে এখনও প্রশিক্ষণ নিচ্ছি। আমার গাওয়া সব গানই মৌলিক।
এই সংগীতশিল্পী আরও বলেন, প্রথমবারের মতো কলকাতার রূপঙ্কর বাগচীর সঙ্গে গান গাই। ‘তোমায় ছাড়া’ শিরোনামের গানে কণ্ঠ দেবার পাশাপাশি গানটির ভিডিওচিত্রেও রূপঙ্কর বাগচীর অংশ নিয়েছি। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কলকাতা, গাজীপুর ও কক্সবাজারে। ওয়ালিদ আহমেদের কথা ও ভিডিও পরিচালনায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী আর সাদামাটা প্রোডাকশনের ব্যানারে গানটি ভিডিওসই ১ আগস্ট বন্ধু দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাদামাটার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
শিল্পী আফরোজা মোমেন বলেন, কলকাতার রূপঙ্কর বাগচীর সঙ্গে এটিই আমার প্রথম গান। তার মতো একজন গুণী ও মেধাবী সঙ্গীতজ্ঞের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের চিকিৎসক হলেও আফরোজা মোমেন সঙ্গীত চর্চা করছেন কয়েক একযুগ ধরে। ইতোমধ্যে তার বেশ কয়েকটি গান ও মিউজিক ভিডিও দর্শকপ্রিয়তা পেয়েছে। সামনে আরো সুন্দর কাজ এর সাথে যুক্ত আছেন। আগামীতে সেই সব সংঙ্গীভিত্তিক কাজ আসবে ও সকলের ভালো লাগবে এই প্রত্যাশা সবার কাছে। সবাই পাশে থাকবেন।