শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর রাজি: স্বাধীনতা অথবা মৃত্যু

আর রাজি: অসভ্য বর্বর পরধনলোভী কুচক্রী দখলদার বেনিয়া বৃটিশ দস্যুদের আমাদের ভূমি থেকে খেদিয়ে দেওয়ার দিন আজ। আমাদের আরেক স্বাধীনতার দিন! "স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।।"
কিংবা

"স্বাধীনতা অথবা মৃত্য" - দারুণ সব মন্ত্রে দীক্ষিত আমাদের বীর পূর্বপুরুষরা আমাদের জন্য ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা!
স্বাধীনতা! আজ, ১৪ই আগস্ট! আজ বাংলাদেশের মানুষের অমিত গৌরবের দিন নয় কি?

"মুক্তির মন্দির সোপান তলে" বলিদান দেওয়া সেই সব বীরদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করার দিন নয় কি আজ?
আমাদেরই পূর্বপুরুষরা দিল্লিশ্বরদের তাড়িয়েছে, তারাই আবার খেদিয়েছে বৃটিশদের, পশ্চিমপাকিস্তানি হানাদারদের কবল থেকে বাঁচিয়েছে নিজভূমি!

যদি আজ ভুলে থাকি তাঁদের কথা তাহলে প্রেরণার ফল্গুধারা কি নিঃশেষ হয়ে যাবে না? পথ হারাবে না কি আমাদের উত্তরপুরুষরা? তারা ভুলে যাব না তো, কতো দীর্ঘ সংগ্রামে-লড়াইয়ে, কী বিপুল প্রাণের বিনিময়ে আজ এই দেশ স্বাধীন!

শত ছলনা জাল ছিন্ন করে যদি দেশবীরদের স্মরণ রাখতে পারি আমরা তবেই না যুগ যুগ ধরে চলা তাঁদের ওই আত্মদান, তাঁদের এই অর্জন আগামীতেও পথ দেখাবে আমাদের! তবেই না "চিত্ত যেথা ভয় শূন্য" এমন এক সত্যিকারের স্বাধীন দেশ তৈরি করতে পারব আমরা আর অনন্তকাল প্রাণ খুলে গাইতে পারব "ও আমার দেশের মাটি তোমার 'পরে ঠেকাই মাথা"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়