শাহাদাত হোসেন: [২] রাউজানে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মো.আনাস উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুরা মিয়া চৌধুরীর বাড়ির প্রবাসী নেজাম উদ্দিনের ছেলে।
[৩] শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে পেছনের পুকুরে পরে যায় শিশু আনাস। পরে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু আনাসের মামা মো. তারেক বলেন, আমার ভাগিনা খেলতে খেলতে কোন সময় পুকুরে চলে গেছে কেউ টের পায়নি৷ পরে চারদিকে খোজাখুজি করলে পুকুরে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।