শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির বিষয়ে যা বললেন ডিপজল (ভিডিও)

বিনোদন : শনিবার ( ৭ আগস্ট) পরীমণির ঘটনা নিয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলে এ একথা বলেন তিনি।

ডিপজল বলেন, পরীমণির ঘটনার পর অন্য সহকর্মী এবং নায়িকাদের সাবধান করে দেয়া হয়েছে। কেউ যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে সেখান থেকে তাদের ফিরে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছি তারা একত্রিত হয়ে পরীমণির জন্য কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। তবে তার আগে আইন তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়টি আমাদের দেখতে হবে।

এ সময় ডিপজলের পাশে থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, যে যেখানেই কাজ করুন না কেন সেখানের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক না রাখলে বিপদের সময় কেউ পাশে থাকবে না।

জায়েদ খান বলেন, পরীমণি শিল্পী সমিতির সঙ্গে তেমন কোনো সম্পর্ক তৈরি করতে পারেনি। এটি তার ব্যর্থতা। এছাড়া পরীমণি যখন সমস্যায় পড়েছে আমাদের জানায়নি। তাহলে আমরা কী করে তার সহযোগিতায় এগিয়ে যাবো।

তিনি বলেন, আমরা সব সময়ই চলচ্চিত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের পাশে আছি। তবে কেউ সমস্যায় পড়লে সেটা আমাদের জানাতে হবে। আমার নিজ থেকে কাউকে সহযোগিতা করতে যেতে পারি না।

এদিকে পরীমণির এমন কাণ্ডে তার সদস্য পদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

প্রসঙ্গত, গত বুধবার পরীমণির বাসায় অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে। বর্তমানে এই চিত্রনায়িকা চারদিনের রিমান্ডে আছেন। তার মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়