শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির বিষয়ে যা বললেন ডিপজল (ভিডিও)

বিনোদন : শনিবার ( ৭ আগস্ট) পরীমণির ঘটনা নিয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলে এ একথা বলেন তিনি।

ডিপজল বলেন, পরীমণির ঘটনার পর অন্য সহকর্মী এবং নায়িকাদের সাবধান করে দেয়া হয়েছে। কেউ যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে সেখান থেকে তাদের ফিরে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছি তারা একত্রিত হয়ে পরীমণির জন্য কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। তবে তার আগে আইন তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়টি আমাদের দেখতে হবে।

এ সময় ডিপজলের পাশে থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, যে যেখানেই কাজ করুন না কেন সেখানের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক না রাখলে বিপদের সময় কেউ পাশে থাকবে না।

জায়েদ খান বলেন, পরীমণি শিল্পী সমিতির সঙ্গে তেমন কোনো সম্পর্ক তৈরি করতে পারেনি। এটি তার ব্যর্থতা। এছাড়া পরীমণি যখন সমস্যায় পড়েছে আমাদের জানায়নি। তাহলে আমরা কী করে তার সহযোগিতায় এগিয়ে যাবো।

তিনি বলেন, আমরা সব সময়ই চলচ্চিত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের পাশে আছি। তবে কেউ সমস্যায় পড়লে সেটা আমাদের জানাতে হবে। আমার নিজ থেকে কাউকে সহযোগিতা করতে যেতে পারি না।

এদিকে পরীমণির এমন কাণ্ডে তার সদস্য পদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

প্রসঙ্গত, গত বুধবার পরীমণির বাসায় অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে। বর্তমানে এই চিত্রনায়িকা চারদিনের রিমান্ডে আছেন। তার মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়