শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির বিষয়ে যা বললেন ডিপজল (ভিডিও)

বিনোদন : শনিবার ( ৭ আগস্ট) পরীমণির ঘটনা নিয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলে এ একথা বলেন তিনি।

ডিপজল বলেন, পরীমণির ঘটনার পর অন্য সহকর্মী এবং নায়িকাদের সাবধান করে দেয়া হয়েছে। কেউ যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে সেখান থেকে তাদের ফিরে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছি তারা একত্রিত হয়ে পরীমণির জন্য কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। তবে তার আগে আইন তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়টি আমাদের দেখতে হবে।

এ সময় ডিপজলের পাশে থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, যে যেখানেই কাজ করুন না কেন সেখানের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক না রাখলে বিপদের সময় কেউ পাশে থাকবে না।

জায়েদ খান বলেন, পরীমণি শিল্পী সমিতির সঙ্গে তেমন কোনো সম্পর্ক তৈরি করতে পারেনি। এটি তার ব্যর্থতা। এছাড়া পরীমণি যখন সমস্যায় পড়েছে আমাদের জানায়নি। তাহলে আমরা কী করে তার সহযোগিতায় এগিয়ে যাবো।

তিনি বলেন, আমরা সব সময়ই চলচ্চিত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের পাশে আছি। তবে কেউ সমস্যায় পড়লে সেটা আমাদের জানাতে হবে। আমার নিজ থেকে কাউকে সহযোগিতা করতে যেতে পারি না।

এদিকে পরীমণির এমন কাণ্ডে তার সদস্য পদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

প্রসঙ্গত, গত বুধবার পরীমণির বাসায় অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে। বর্তমানে এই চিত্রনায়িকা চারদিনের রিমান্ডে আছেন। তার মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়