মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপার বাংলোরে ডিউটি রত গার্ড জেলা পুলিশ কনেস্টেবল মেহেদী হাসান (২৬) গুলিতে নিহত হয়েছেন।
[৩] প্রাথমিকভাবে জানাগেছে, তিনি ডিউটিরত অবস্থা নিজের বন্দুকের গুলিতেই তিনি নিহত হয়েছেন।
[৪] শুক্রবার (৬ আগস্ট) বিকাল আনুমানিক তিনটার দিকে এ ঘটনাটি ঘটে।
[৫] সংবাদ পেয়ে রমনা থানার উপপরিদর্শক এসআই আব্দুস ছালামসহ নিহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে বিকাল পোনে পাঁচ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৬] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[৭] প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি নিজের বন্দুকের গুলিতে সে মারা গেছেন। তার থুতনির নিচে গলার উপরে গুলির চিহ্ন রয়েছে। মৃত মেহেদী টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার আনহেলা গ্রামের আব্দুল হানিফের ছেলে।